কুড়িখাই মাজার কিভাবে যাব

কুড়িখাই মাজার, এটি কিশোরগঞ্জ জেলা, কটিয়াদী উপজেলার  কুড়িখাই গ্রামে অবস্থিত। কুড়িখাই মাজারে শায়িত আওলিয়ার নাম হযরত শাহ শামসদ্দিন (রাঃ)
This picture is about Kurikhai Mazar
কুড়িখাই মাজার

কিভাবে যাব কুড়িখাই মাজার:

কুড়িখাই মাজার যাবার জন্য প্রথমে আপনাকে কটিয়াদী বাস স্টপ অথবা মানিক-খালি রেলওয়ে স্টেশন পৌঁছাতে হবে। 

১) কটিয়াদী বাস স্টপ কটিয়াদী টু মানিক-খালি রোড বাছাই করতে হবে। তারপর  CNG বা অটোরিক্সা (ভাড়া ১৫ টাকা ) করে মুমুরদিয়া ইউনিয়ন পরিষদ যেতে  হবে। মুমুরদিয়া ইউনিয়ন পরিষদ থেকে কুড়িখাই মাজার এর দুরত্ব ১.৫ কিলোমিটাররিক্সা (ভাড়া ২০-৩০ টাকা ) দিয়ে যেতে পারেন।

অথবা কটিয়াদী বাস স্টপ থেকে সরাসরি রিক্সা (ভাড়া ৫০-৬০ টাকা ) দিয়ে  যেতে  পারেন।

২) মানিকখালী বাজার থেকে কুড়িখাই মাজার এর দুরত্ব ৩.৪ থেকে ৪ কিলোমিটার। মাজারে যেতে  হলে প্রথমে আপনাকে CNG বা অটো রিক্সা করে যেতে  হবে মুমুরদিয়া ইউনিয়ন পরিষদ , তারপর রিক্সা (ভাড়া ২০-৩০ টাকা ) করে মাজার। 

অথবা মানিকখালী বাজার থেকে সরাসরি রিক্সা (ভাড়া ৫০-৬০ টাকা) করা চলে যেতে পারেন।


৩) মালিকখালী থেকে কিছু অটোরিক্সা (ভাড়া ১৫ টাকা ) মাগুরা বাজার যায়। এইসব অটো রিক্সা দিয়ে মাগুরা  বাজার যেতে হবে। মাগুরা বাজার পৌঁছাবার ৩০ বা ৪০ সেকেন্ড পূর্বে  মাগুরা প্রাথমিক বিদ্যালয় পড়বে , সেখানে রিক্সা থেকে নেমে যান। এখন বিদ্যালয়ের ১৮০ ডিগ্রি বিপরীতে যে কাঁচা রাস্তা টা রয়েছে  আছে তা দিয়ে সুজা হাটা  শুরু  করেন১০-১৫ মিনিটের মধ্যে আপনি কুড়িখাই মাজার এর পিছনে পৌঁছে যাবেন। 

No comments

Powered by Blogger.