হিল্লা বিয়ে হালাল নাকি হারাম

মানুষের ভুল ধারণা আছে যে , যাকে তালাক দেয়া হয় তাকে আর বিয়ে করা যায় না। অনেক সমাজে প্রচলিত আছে যে,  তালাক প্রাপ্ত মহিলাকে বিয়ে করতে চাইলে তাকে অন্য পুরুষের কাছে বিয়ে দিতে হবে, তারপর তাদের মধ্যে তলায় করতে হবে।  তারপর পূর্বের তালাক দেয়া ব্যক্তি তাকে পুনরায় বিয়ে করতে পারবে।এটা পুরোপুরি হারাম । ইসলামে এর কোন অনুমতি নেই

This picture is about Hilla marriage is lawful or forbidden
হিল্লা বিয়ে হালাল নাকি হারাম


ইসলামী নীতি অনুযায়ী তালাক হওয়া স্বামী স্ত্রী যদি চাই তাহলে আবার বিয়ে করতে পারবে, তবে নতুন নিকানামনতুন মোহর অনুযায়ী বিয়ে করবে।

কোরআন উল্লেখ আছে, " মহিলারা তাদের প্রাক্তন স্বামীকে বিয়ে করতে চাইলে বাধা দিয়ো না।" (সুরাঃ বাকারা অধ্যায়ঃ ২ আয়াত:২৩২)

এ ভাবে বিয়ে করার পর যদি আবারো সমস্যা হয় তাহলে আবারো সালিশ ডেকে একজন অন্যজন কে তালাক দিতে পারবে।

যদি বছর খানেক পর তারা আবার একসাথে হতে চাই তাহলে আবার বিয়ে করতে পারবে। তবে নতুন নিকানামা এবং নতুন মোহর অনুযায়ী। এই ভাবে ২ বার এমন করতে পারবে। প্রবিত্র কোরআনে আল্লাহ বলেছে,"এই তালাকের অনুমতি আছে দুইবার , তৃতীয়বারে পর আর হবে না, যদিনা স্ত্রীর অন্য একজন কে বিয়ে করে আইনসিদ্ধ করে " (সূরাঃ বাকারা অধ্যায়ঃ ২ আয়াত :২২৯)


সম্পূর্ণ জানতে ভিডিও টি পুরো দেখুন

No comments

Powered by Blogger.